bayyinaat

জীবনী
মহানবি (সা.)
হযরত আলী আবু হুরায়রার ব্যাপারে বলেন: রাসূলের ওপর আবু হুরায়রার থেকে বড় কোন মিথ্যারোপকারী নেই।(আল্লামাহ আবু রাইয়া, শায়খুল মুযিরা, পৃ.৫৯)
আবু হুরাইরার প্রকৃত পরিচয় সারাংশ: হযরত আলী আবু হুরায়রার ব্যাপারে বলেন: রাসূলের ওপর আবু হুরাইরার থেকে বড় কোন মিথ্যারোপকারী নেই। আবু হুরায়রার সত্যবাদিতার বিষয়ে হযরত আয়েশাও বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন।
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى
‘আর নবী (সা.) নিজ প্রবৃত্তির বশবর্তী হয়ে কিছু বলেন না; (যা কিছু তিনি বলেন) তা তার প্রতি প্রত্যাদেশকৃত ওহী ব্যতীত আর কিছু নয়।’সূরা নাজ্ম : ৩ ও ৪।
সূরা নাজমের : ৩ ও ৪ আয়াতের ভিত্তিতে মহানবী (সা.)-এর শরীয়ত যা তিনি ওহী হিসেবে লাভ করেছেন এবং জনসাধারণের কাছে প্রচার ও বর্ণনা করেন তা হচ্ছে সেই বিষয় যা মহান আল্লাহ্ তাঁর ওপর অবতীর্ণ করেছেন অর্থাৎ এ ক্ষেত্রে মহানবী (সা.) সম্পূর্ণরূপে নিষ্পাপ এবং সব ধরনের ভুল-ত্রুটি থেকে পবিত্র ও সংরক্ষিত (মাসুম)।
মানব জাতির পরিপূর্ণ আদর্শ হযরত মুহাম্মাদ (সা.)
মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর জন্ম থেকে ওফাত পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনী আমরা জানতে পারি। আর এর মধ্যেই আমরা পূর্ণতায় পৌঁছানো এক অসাধারণ সত্তাকে খুঁজে পাই মহান আল্লাহ পবিত্র কুরআনে যাঁকে উদ্দেশ্য করে বলছেন...